কবিতা - আত্মবিচ্ছেদ

লেখক: মোহাম্মদ মুছা

আমার সাথে আমার দূরত্ব প্রতিক্ষনে বাড়ছে,
নিয়তিকে আর কতো দোষী বলো,
পৃথিবীর নীতিই আমার এখন প্রতিপক্ষ
অথচ তুমি মহা আদর্শিক নীতির অনুসারী,
পৃথিবীটা তোমার আজ্ঞাবহ বললে চলে
তুমি শ্বাস নাও নির্মল,সুখের সখ্য বিমোহিত
আর আমি বিষাক্ত শ্বাসে বিচলিত
তোমারতো পৃথিবীর সাথে আঁতাত সেই কবে থেকে
আমার আত্মবিচ্ছেদ আমাকে একা করেছে
তোমাকে খুঁজতে খুঁজতে সবি এখন অচেনা
তুমি আত্মবিচ্ছেদের যাতনা বুঝবে কি?
পৃথিবীর যত আহ্লাদ তোমার চারিপাশ জুড়ে আছে
তাইতো তুমি বিধাতার কাছে প্রতিদান দিতে মহামরিয়া
আর আমি… কিচ্ছুটি পায়নি বিধাতা সাথে লড়ছি
আর কতো লড়বো অজানা, লড়ে যাবো অনন্তকাল।
পৃথিবীতে কেউ লড়ে হারেনি
হয় বিনাশ হয়েছে, না হয় দখল করেছে অধিকার
আমি সেই ক্ষণের অপেক্ষায়!
মুছে দিবো সীমানা,বিলুপ্ত হবে সিংহাসন।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৯৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন