বসন্ত আজি বসন্ত

মোহাম্মদ মুছা

বসন্ত আজি বসন্ত
চিত্ত হলো মত্ত,
বেদনা সব উড়িয়ে দিলাম
যা ছিলো নিরুক্ত।

পলাশ শিমুল কৃষ্ণচুড়ায়
রুদ্ররোষে অঙ্গ পুড়ায়,
জরাজীর্ণ যতো ছুঁড়ে দিলাম
বিবাগী মন ক্ষনে ক্ষন রঙে রাঙায়।

বসন্ত আজি বসন্ত
জাগিলো আজি প্রেমোসত্ত্ব,
শুভ্র সুবাসে স্বপন শিহরিত
ভুলে যাবো অতীতের যতো ব্যর্থ।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন