শিহরন জাগে
মোহাম্মদ মুছা
প্রেম আছে বলে তুমি এতো সুন্দর
ভালবাসার লাগিয়া তুমি প্রেম-প্রিয়সী,
তাইতো বুঝি কাঁদে আজি অন্তর
হলো না কেন ভালোবাসা-বাসি?
অনুভূতি আছে বলে শিহরন জাগে
ছুঁতে তোমায় মন করে উচাটন,
দূরে তুমি ভাবতে বিচলিত লাগে
সয়ে থাকা যায় বলো কতক্ষণ?
প্রেম আছে বলে জাগ্রত স্মৃতির পাতায়
সেই স্মৃতির আজ কেবল কাঁদায়,
জীবনের হিসাব গেলো আজ বৃথাই
আঁধারে আলো মিশে গেলো বিষন্নতায়!
ভালবাসার লাগিয়া তুমি প্রেম-প্রিয়সী,
তাইতো বুঝি কাঁদে আজি অন্তর
হলো না কেন ভালোবাসা-বাসি?
অনুভূতি আছে বলে শিহরন জাগে
ছুঁতে তোমায় মন করে উচাটন,
দূরে তুমি ভাবতে বিচলিত লাগে
সয়ে থাকা যায় বলো কতক্ষণ?
প্রেম আছে বলে জাগ্রত স্মৃতির পাতায়
সেই স্মৃতির আজ কেবল কাঁদায়,
জীবনের হিসাব গেলো আজ বৃথাই
আঁধারে আলো মিশে গেলো বিষন্নতায়!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৬৩ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন