যা কিছু প্রথম
নাবিলা নূপুর
তোমার প্রথম কাছে আশায় বুঝেছিলাম,
প্রেম কি।
তোমার প্রথম স্পর্শে বুঝেছিলাম,
অনুভূতি কি।
তোমার প্রথম আলিঙ্গন এ বুঝেছিলাম,
শিহরণ কি।
তোমার প্রথম চুম্বনের বুঝেছিলাম,
দেহের অসারতা কি।
তোমার প্রথম অভিমানে বুঝেছিলাম,
আবদার কি।
তোমার বুকে প্রথম মাথা রেখে
ভরা জোছনায় সাগর পাড়ে
বসে বুঝেছিলাম,
জীবন কি।
স্মৃতি কত জীবন্ত হয় তাইনা
তোমারি প্রথম বিদায় যেদিন
আমার প্রেমময় ভুবন থেকে,
সেদিন বুঝেছিলাম বেঁচে থেকেও
মৃত্যু কি।
প্রেম কি।
তোমার প্রথম স্পর্শে বুঝেছিলাম,
অনুভূতি কি।
তোমার প্রথম আলিঙ্গন এ বুঝেছিলাম,
শিহরণ কি।
তোমার প্রথম চুম্বনের বুঝেছিলাম,
দেহের অসারতা কি।
তোমার প্রথম অভিমানে বুঝেছিলাম,
আবদার কি।
তোমার বুকে প্রথম মাথা রেখে
ভরা জোছনায় সাগর পাড়ে
বসে বুঝেছিলাম,
জীবন কি।
স্মৃতি কত জীবন্ত হয় তাইনা
তোমারি প্রথম বিদায় যেদিন
আমার প্রেমময় ভুবন থেকে,
সেদিন বুঝেছিলাম বেঁচে থেকেও
মৃত্যু কি।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন