কমলালেবুর ঘুম

নাহিন আল-মুনতাসীর

যে বৃক্ষ শান্তি আর শীতলতার মায়া দেখালো,
তা কেবলই নিত্যনতুন অস্থিরতায় ফুলেল,
প্রতিটি রাত, পাথড়ের আঘাত,
ক্লান্ত এক সিসিফাসের জীবন,
পেগান ঘুমের নাম চোখে বাধলেই কি সব শেষ?
নাকি তবুও মুমূর্ষু এক কমলালেবুর মতো জীবন, আজীবন?
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০৩ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন