আজ - মঙ্গলবার, ২১ মে ২০২৪ - বাংলা

মৌলিক

নাহিন আল-মুনতাসীর

যে অনবদ্য ফুলে তোমার পরাগায়ন,
তার হলুদতম রেণু
মৌমাছির মৌলিক অবস্থানের মুখমুখি,
প্রজাপতিকাল প্রজন্মান্তরে সঞ্চালিত
কিন্তু প্রজাতির মেঘ?
এখানে রুক্ষ একটা বর্ষাকাল বর্তমান
গ্রীষ্মের মতো শীত,
কাঁথা কম্বলের যে দুঃখ দূর্দশা
তা নেড়ি কুকুরের ঘা তে,
কেবল তোমাকে নিয়েই মৌলিক।

এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৩১৩ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন

প্রকাশিত মন্তব্য গুলো

  1. সুন্দর তোহ

    1. কৃতজ্ঞতা ❤️

    মন্তব্য করতে এখানে ক্লিক করুন