আপার সাথে খেলতো আর চলতো ভাইয়ের সাথে,

তাদের ছাড়া দিন কাটতো না, ঘুম হতো না রাতে।

কবুতরের সাথে সে যে

যেতো মহাদূরে,­

মার আঁচলেই থাকতো সে যে

অনেক আদরে।

সবে তখন মন দিয়েছে বিদ্যালয়ের পাঠে,

বন্ধু নিয়ে মজার খেলা খেলেই সময় কাটে।

এক যে রাতে শুনলো সে যে

গোলা-গুলির সুর,

সেদিন যেই প্রাণ হারালো ছোট্ট একটি ফুল।