প্রার্থনা
জুবায়ের আব্দুল্লাহ নাসিফ
দুহাত তুলিলাম,
মোনাজাত করিলাম
হে-প্রভু তোমার তরে।
দিন যেন মোর ভালো কাটে
আর ভুলে নাহি যাই তোমাকে।
তোমার নামে তোমার সৃষ্টিতে
মুগ্ধ করিলে বিশ্ব,
উম্মতে মোহাম্মদ বানায়ে মোরে
ধন্য করিলে অগণিত।
মোনাজাত করিলাম
হে-প্রভু তোমার তরে।
দিন যেন মোর ভালো কাটে
আর ভুলে নাহি যাই তোমাকে।
তোমার নামে তোমার সৃষ্টিতে
মুগ্ধ করিলে বিশ্ব,
উম্মতে মোহাম্মদ বানায়ে মোরে
ধন্য করিলে অগণিত।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৩৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন