দুহাত তুলিলাম,
মোনাজাত করিলাম
হে-প্রভু তোমার তরে।
দিন যেন মোর ভালো কাটে
আর ভুলে নাহি যাই তোমাকে।
তোমার নামে তোমার সৃষ্টিতে
মুগ্ধ করিলে বিশ্ব,
উম্মতে মোহাম্মদ বানায়ে মোরে
ধন্য করিলে অগণিত।