-!!পোস্টমর্টেম!!-
কবি নিপু নগরী।
-!!পোস্টমর্টেম-!!
নিপুন_নগরী।
আমি যখন, থাকবোনা আর।
হয়তবা কাল---
আমার কবিতাগুলো সঙ্গে রেখো ; আর বুকের ফলায় কিছু;- অব্যক্ত কথামালা জুরে দিয়ো;!
তোমাদের তো সবি ছিলো ;
আমার বুক চিরে কিছু রক্তগঙ্গা বইয়ে দিও,
পারবে তুমি,ন্যাকামু করো না।
পেরেক ঠুকে দেওয়ার আগে!
কিছু হতাশা দিয়ে দিয়ো সাথে,-
যা তোমার ছিলো,দিয়ে দিয়ো!
পোস্টমর্টেম এর আগে,
বুকের কয়লাগুলো দিয়ে, আগুন জ্বেলো, প্রতিদিন।
চোখের ফলায় কিছু সুচালো,সুই দিয়ে দেখে নিয়ো,সব।
প্রেমিকা নও, তুমি;- পারবে তুমি..
দেখে নিয়ো, চোখের কালিমা জমা, কত কথাগুলো স্ক্রিনে রেখে গেছি!
আমি যখন থাকবো না আর,
হয়তবা কাল,
সাদা কিছু কাগজ উরিয়ে দিয়ো,
আমি তো দেওলিয়া,
কেবলি মুসাফির ছিলাম!
আমার মনের নগ্নতাগুলো, আমাকে দিয়ে দিয়ো সঙ্গে রাখতে দিয়ো না,
ধারালো, কিছু দিয়ে এফোর -ওফোর করে দিও,সব, আমিতো নই তোমার,আপন কেউ।
ন্যাকামু করো না তুমি পারবে!
যখন তুমি চিরে রেখে দিবে যতনে, আমার পানিতন্ত্র তুলে, রেখে; বেদখল পাকিস্থলী চিরে দিয়ো, --
যা খেয়েছিলাম অসহায়দের,মেরেদিয়ে
ওটা তার, ও জেন ধুয়ে মুছে,
নিজের জন্য রাখে, সাজিয়ে!
আমি হয়ত,থাকবোনা, হয়ত কাল,---
বিধাতার দোহাই, ক্ষমা দিয়ো না আমায়,
হাত পেতে নিবো না আমি।
যতদূর হেটে এলাম ততদূর;-তুমি হেটো!
এ্যাপিটাফে, কেবল একটুকরো কাগজ রেখে দিয়ো,
জানি তা আমি নিতে পারবোনা।
নেমফলকে, রেখো শুধু এতটুকুই,
কোন একদিন শস্তা কবি ছিলাম।
বিধাতার দোয়াই ভুলে যেয়ো -
যদি বঞ্চিত হই, কিছুটা জমানো রক্ত চুসে নিয়ো,
ন্যাকামু করবেনা তুমি;- তুমি পারবে!!
গাজীপুর,সদর।
ঢাকা,বাংলাদেশ।
নিপুন_নগরী।
আমি যখন, থাকবোনা আর।
হয়তবা কাল---
আমার কবিতাগুলো সঙ্গে রেখো ; আর বুকের ফলায় কিছু;- অব্যক্ত কথামালা জুরে দিয়ো;!
তোমাদের তো সবি ছিলো ;
আমার বুক চিরে কিছু রক্তগঙ্গা বইয়ে দিও,
পারবে তুমি,ন্যাকামু করো না।
পেরেক ঠুকে দেওয়ার আগে!
কিছু হতাশা দিয়ে দিয়ো সাথে,-
যা তোমার ছিলো,দিয়ে দিয়ো!
পোস্টমর্টেম এর আগে,
বুকের কয়লাগুলো দিয়ে, আগুন জ্বেলো, প্রতিদিন।
চোখের ফলায় কিছু সুচালো,সুই দিয়ে দেখে নিয়ো,সব।
প্রেমিকা নও, তুমি;- পারবে তুমি..
দেখে নিয়ো, চোখের কালিমা জমা, কত কথাগুলো স্ক্রিনে রেখে গেছি!
আমি যখন থাকবো না আর,
হয়তবা কাল,
সাদা কিছু কাগজ উরিয়ে দিয়ো,
আমি তো দেওলিয়া,
কেবলি মুসাফির ছিলাম!
আমার মনের নগ্নতাগুলো, আমাকে দিয়ে দিয়ো সঙ্গে রাখতে দিয়ো না,
ধারালো, কিছু দিয়ে এফোর -ওফোর করে দিও,সব, আমিতো নই তোমার,আপন কেউ।
ন্যাকামু করো না তুমি পারবে!
যখন তুমি চিরে রেখে দিবে যতনে, আমার পানিতন্ত্র তুলে, রেখে; বেদখল পাকিস্থলী চিরে দিয়ো, --
যা খেয়েছিলাম অসহায়দের,মেরেদিয়ে
ওটা তার, ও জেন ধুয়ে মুছে,
নিজের জন্য রাখে, সাজিয়ে!
আমি হয়ত,থাকবোনা, হয়ত কাল,---
বিধাতার দোহাই, ক্ষমা দিয়ো না আমায়,
হাত পেতে নিবো না আমি।
যতদূর হেটে এলাম ততদূর;-তুমি হেটো!
এ্যাপিটাফে, কেবল একটুকরো কাগজ রেখে দিয়ো,
জানি তা আমি নিতে পারবোনা।
নেমফলকে, রেখো শুধু এতটুকুই,
কোন একদিন শস্তা কবি ছিলাম।
বিধাতার দোয়াই ভুলে যেয়ো -
যদি বঞ্চিত হই, কিছুটা জমানো রক্ত চুসে নিয়ো,
ন্যাকামু করবেনা তুমি;- তুমি পারবে!!
গাজীপুর,সদর।
ঢাকা,বাংলাদেশ।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৭৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
“আমার মনের নগ্নতাগুলো, আমাকে দিয়ে দিয়ো সঙ্গে রাখতে দিয়ো না ” 🤩
নগ্ন কবি নিপুন, শুভ কামনা রইল, আর অনেক ক্ষূরধার হোক কলম, মণনের হোক বিকাশ।