“উলঙ্গ রাজা” বইয়ের পিছনের কভারের লেখা:
নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা পড়লেই বােঝা যায়, তিনি এই রগ্ণ সমাজের ব্যাখ্যাতা, এই দুঃখ দিবসের ভাষ্যকার। তাঁর কবিতা যেন সন্ধানী আলাের মতাে; দেশ ও কালের নানা গােপন যন্ত্রণাকে যা নিমেষে উদঘাটিত করে। সর্ব কালের যােগসম্পকে আস্থাশীল হয়েও তিনি সমকালের সঙ্গী, ঐতিহ্যের সঙ্গে যুক্ত থেকেও তিনি প্রতি মুহূর্তেই আবার নতুন কলেবরে দীপ্তিমান। বিগত কয়েক মাসে ‘কলঘরে চিলের কান্না’, ‘অকাল-সন্ধ্যা’, ‘জোড়া খুন’, ‘কবিতা-৭০’, ‘হ্যালাে দমদম’, ‘গােলাপ-যাত্রা’ ইত্যাদি যে-সব বিখ্যাত কবিতা তিনি লিখেছেন, এবং যার অনেক পংক্তিই আজ পাঠকদের মুখে মুখে ফেরে, তারই সংকলন এই গ্রন্থ- ‘উলঙ্গ
উলঙ্গ রাজা
প্রকাশনা: আনন্দ পাবলিশার্স (ভারত)
প্রকাশিত বছর: ১৯৭১
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৬৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন