কথোপকথন ২৭
কবি - পূর্ণেন্দু পত্রী
হঠাৎ এলে যে? বেশ তো
ভুলে ছিলে। ভুলে ছিলামও।
গাছে এঁটে ছিল ছায়াময়
স্মৃতির ছাপানো ছবিরা।
রোগা হয়ে গেছ। আমিও?
হতে পারে। বালি ঢুকেছে
জলস্রোতের গভীরে।
বেলা তো বাড়ছে। নীলিমা
নীল হয়ে যাবে ক্রমশ।
কিছু লাল ফুল এখনও
তবুও ফুটছে। জানি না
কে ফোটায়। সে কি তোমারই
চকিত আলোক? অথবা
আমার চৌকো কুঠরীর
গোপন রক্তারক্তি?
দাঁড়িয়ে থাকবে? বোসো না
এই তো মাদুর বিছানো
আমার সর্বশরীরে।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন