কথোপকথন – ৩৫
পূর্ণেন্দু পত্রী
-লোকে বলে শুনি সেলায়ে তোমার পাকা হাত
ছুঁচ দিয়ে লেখ কবিতা।
-গোয়েন্দা নাকি আমার যা কিছু লুকানো
জানতে হবে কি সবই তা?
-তর্ক কোরো না
জুড়ে দেবে কিনা এখুনিই হৃদপিন্ডের ক্ষতটা।
-দিতে পারি তবে মজুরি পড়বে বিস্তর
জোগাতে পারবে অতটা?
-কাজ যদি হয় নিখুঁত, পাবেই মজুরি,
ভেবেছ পালাব গর্তে?
-হৃদপিন্ডের ভিতরে থাকে যে ঝর্ণা
দিতে হবে স্নান করতে।
ছুঁচ দিয়ে লেখ কবিতা।
-গোয়েন্দা নাকি আমার যা কিছু লুকানো
জানতে হবে কি সবই তা?
-তর্ক কোরো না
জুড়ে দেবে কিনা এখুনিই হৃদপিন্ডের ক্ষতটা।
-দিতে পারি তবে মজুরি পড়বে বিস্তর
জোগাতে পারবে অতটা?
-কাজ যদি হয় নিখুঁত, পাবেই মজুরি,
ভেবেছ পালাব গর্তে?
-হৃদপিন্ডের ভিতরে থাকে যে ঝর্ণা
দিতে হবে স্নান করতে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৩৮ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন