বড় ভাই, তুমি পেয়েছ মান,
গর্বে ভরে যায় সবখান।
পদোন্নতির সুখের কথা,
মুখে ফুটে আনন্দগাথা।
দিন-রাত করেছ কাজ,
ন্যায়ের পথে ছিলে লাজ।
তোমার ত্যাগে উঠলে শীর্ষে,
তুমি হলে গর্বের স্মৃতিতে।
তোমার চলা হোক সোজা পথে,
সাফল্য আসুক জীবনের রথে।
অভিনন্দন জানাই প্রাণে,
তুমি জ্বালো আলোক খানে।
অভিনন্দন, প্রিয় বড় ভাই
মন্তব্য করতে এখানে ক্লিক করুন