রাসেল নির্জন

কবিতা - নির্জন রাতের ছায়া গায়ে

লেখক: রাসেল নির্জন

নির্জন রাতের ছায়া গায়ে,
একাকীত্বের মূর্ছনায় হারায়ে;
মন হারায় নিজের ভেতরে,
সোনালী স্মৃতির নিঃসঙ্গ সুরে।

চাঁদের আলোর নরম রেশে,
বিস্মৃতির প্রান্তে ছড়িয়ে যায়;
হৃদয়ের গভীর কোণ একলা,
বিয়ে অস্বীকার করে
প্রেয়সী নিজেকে যে পতিতা বানায়।

নিজেকে খুঁজে পেতে গিয়ে,
গেয়ে উঠা ডাহুকের গানে, বাঁশবাগানে
এই একাকীত্বের মায়াজালে,
খুঁজে পাই নিজেকে মেঘের আড়ালে!
©Rashel Nirjhon

১৩১
মন্তব্য করতে ক্লিক করুন