বাবা আজ ও ভুলিনি তোমায়,
তোমার কথা মনে পরলে আমার
ছোটবেলার কথা মনে পরে যায়।
আজ ও খুব ভালোবাসি তোমায়,
বাবার কাছেই হাটতে শিখি,
বিশ্বটাকে চিনতে শিখি
বাবার মাঝে আনন্দ খুঁজে পাই,
তাই আজ ও ভুলিনি বাবা তোমায়।
বাবার কষ্ট জানতে পারলে,
বাবার পাশে থাকতে চাই।
এই দুনিয়াতে বাবার মতো
আপন মানুষ আর যে কেউ নাই।
বাবা আমার পৃথিবীর শ্রেষ্ঠ বাবা
তাহার মতো আপন মানুষ আর নাই।
বাবা ছাড়া এই দুনিয়াতে আমাদের,
বাঁচা কষ্ট কর হয়ে যাই।
বাবা হাজারো কষ্টের মাঝে,
ভুলিনি তোমায় বাবা
তোমার একটা মুখের হাসি
এই বিশ্ব দেখিতে চাই।

মন্তব্য করতে ক্লিক করুন