রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - নীল বায়লেট নয়ন দুটি করিতেছে ঢলঢল

লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর

নীল বায়লেট নয়ন দুটি করিতেছে ঢলঢল
রাঙা গোলাপ গাল দুখানি, সুধায় মাখা সুকোমল।
শুভ্র বিমল করকমল ফুটে আছে চিরদিন!
হৃদয়টুকু শুষ্ক শুধু পাষাণসম সুকঠিন!

১৬১
মন্তব্য করতে ক্লিক করুন