রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - তুমি আড়াল পেলে কেমনে

লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি আড়াল পেলে কেমনে
এই মুক্ত আলোর গগনে?
কেমন করে শূন্য সেজে
ঢাকা দিলে আপনাকে যে,
সেই খেলাটি উঠল বেজে
বেদনে–
আমার প্রাণের বেদনে।
আমি এই বেদনার আলোকে
তোমায় দেখব দ্যুলোক-ভূলোকে।
সকল গগন বসুন্ধরা
বন্ধুতে মোর আছে ভরা,
সেই কথাটি দেবে ধরা
জীবনে–
আমার গভীর জীবনে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২৬ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন