কবিতা - দেবীত্বের অবসান

লেখক: রুদ্র

তোমরা যাকে একদিন প্রেম বলে শহরে শহরে আনন্দ উল্লাসে মেতে উঠেছিলে,
জ্যোৎস্না স্নাত এই পৃথিবীর বুকে বিজয় মিছিল বের করেছিলে,
তা ছিলো তোমাদের সাজানো নাট্যমঞ্চ ;
যেখানে আলোর অন্ধকারে শরীর বিকিয়ে প্রেম খুজবে বলে-
সুবিস্তীর্ণ প্রান্তরে ছড়িয়ে ছিলে অসংখ্য গন্ধম।
অত:পর শহরের সুউচ্চ প্রাচীরে ঝকঝকে রোদের মতোন,
তোমাদের নগ্নতা প্রতিফলিত হয়ে ফিরে আসে
ব্যর্থ প্রেমিকের নপুংসকতা মেখে।
বাজারে চড়া দামে, সুপ্রতিষ্ঠিত পুজিবাদী আভিজাত্যের কাছে
মেলে ধরো সুদক্ষ স্তনযুগল;
আর দেবীত্বের আসন ভেঙে নেমে আসো নিজ পতিতালয়ে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৬৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে ক্লিক করুন