সন্ধ্যে নামলেই শহড়জুড়ে আনন্দবিপনন গুলো সেজে উঠে,
সোডিয়ামের হলুদ আলোয় মৃত নক্ষত্রের উচ্ছ্বাসে,
শাদা ফ্যাকাশে মুখের প্রতিফলন;
অথচ পাশেই লাল নীল হলুদ কষ্টের জীবন নিয়ে,
হৃদয়ে সমুদ্রের স্পন্দন তুলে হেটে যায়-
ছেড়া ময়লা জামা পড়া নিম্নবিত্ত ছেলেটি;
তাতে অপ্রেম থাকে, বিচ্ছেদ থাকে, রঙ আর শব্দের বিন্যাসে জীবনের অমোঘ সত্য থাকে।
৫২
মন্তব্য করতে ক্লিক করুন