সাদাত হোসাইন

কবিতা - তোমাকে

লেখক: সাদাত হোসাইন

০১.
বৃষ্টি এলো যেই,
মেঘলা মেয়ে ভাসল জলে মনের অজান্তেই।
মেঘলা মেয়ে বৃষ্টি ছুঁয়ে, কাঁদল ভীষণ একা,
কাজল ধুয়ে বিষণ্নতার, বাদল দিল দেখা।

বৃষ্টি এলো বলে,
দুপুর রোদের সেই ছেলেটা, ভাসল অথৈ জলে।
কাঁদুক মেয়ে, কাঁপুক ছেলে, বৃষ্টি নামুক রোজ,
জলের ভেতর, লুকিয়ে থাকুক, মনের গহীন খোঁজ।
বৃষ্টি এলো তাই,
সেই ছেলেটা, মেঘলা মেয়ে, একলা একা নাই।

০২.
আমারও যে একলা লাগে, একলা লাগে খুব,
সন্ধ্যেবেলা গন্ধ বুকে যখন দহে ধূপ।
যখন অমন শূন্য আকাশ নীলের ভেতর ডুব,
আমার তখন একলা লাগে, একলা লাগে খুব।
একলা লাগে যখন তুমি রাতের মতন চুপ,
যখন তুমি অন্য মানুষ, অচেনা নিশ্চুপ।
তখন আমার হারিয়ে যেতে ইচ্ছে জাগে খুব,
আমার ভীষণ একলা লাগে, একলা লাগে খুব।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২২৬ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন