কার জন্য তৈরি করা হয় উপসনালয়?

ঈশ্বর ?

না উপসনালয় ঈশ্বরের জন্য নয়।

উপসনালয় তৈরি হয়, মানুষ তাদের স্বার্থসাধনে।

ঈশ্বরের নামে চলে ঈশ্বর বেচাকেনা।

যে যত দেবে ঈশ্বর তার।

উপাসনালয় তৈরি করে নিম্ন শে্রণির মানুষ।

যারাও ঈশ্বরের সৃষ্ট।

কিন্তু তারা ঈশ্বরের বর পায় না।

ঈশ্বরের ধর্মগ্রন্থ বেচাকেনা হয় রাস্তা, বাসে আর টে্রনে।

ধরে্মর মূল অর্থ যারা বুঝে না সহজে।

তাদের জন্য তা বিকৃত করে নিন্ম মসি্তষ্ককে গিলানো

হয়।

ধর্ম কি ? ঈশ্বর কে?

এই প্রশে্নর উত্তর জানতে, যেতে হয় ধর্মগুরুর নিকট।

মূর্খ কিছু ধর্মগুরু, ধর্ম কি? ঈশ্বর কে?

এই প্রশ্ন গুলোর উত্তর দে, অন্ধ বিশ্বাসে।

ওরা শুধু বোঝে, বলি ই হলো ঈশ্বর খুশির সরে্ব্বাওম

বিষয়।

বলি দে মানুষ কে,

রক্ত দে ঈশ্বরকে, রকে্তর জন্য সৃষ্ট করেছে

তোদের।

রক্ত দে।রক্ত দে।

তৃষ্ণার্ত ঈশ্বর কে তৃপ্ত কর।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৪১ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে ক্লিক করুন