প্রথাবিরোধী, জনপ্রিয় লেখক অধ্যাপক হুমায়ুন আজাদের আজ জন্মদিন
প্রথাবিরোধী, জনপ্রিয় লেখক অধ্যাপক হুমায়ুন আজাদের আজ জন্মদিন
সাহিত্য বার্তা

আলোচনা - প্রথাবিরোধী, জনপ্রিয় লেখক অধ্যাপক হুমায়ুন আজাদের আজ জন্মদিন

লেখক: সাহিত্য বার্তা
প্রকাশ - রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

আজ কবি, ঔপন্যাসিক, সমালোচক ও অধ্যাপক হুমায়ুন আজাদের জন্মদিন।

তাঁর বহুল আলোচিত গবেষণামূলক সংকলন নারী বইটি ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত সাড়ে চার বছর ধরে বাংলাদেশে নিষিদ্ধ ছিল। তাঁর লেখা ‘পাক সার জমিন সাদ বাদ’ উপন্যাসের কারণে মৌলবাদীদের রোষানলে পড়েছিলেন বহুমাত্রিক লেখক হুমায়ন আজাদ।

১৯৪৭ সালের ব্রিটিশ শাসনামলে, বর্তমান মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন হুমায়ন আজাদ। ১৯৮৬ সালে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার এবং ২০১২ সালে পান ভাষা ও সাহিত্যে মরণোত্তর একুশে পদক।

<a href=”https://banglakobita.net/author/humayunazad/”><strong>কবি হুমায়ুন আজাদে সকল কবিতা পড়তে এখানে ক্লিক করুন।</strong></a>

২০০৪ সালের ২৭শে ফেব্রুয়ারি বাংলা একাডেমির বইমেলা থেকে ফেরার পথে হামলার শিকার হয়ে মারাত্মকভাবে আহত হন তিনি। এর ৬ মাস পর গবেষণার কাজে জার্মানি গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।

<em><strong>বাংলা কবিতা ডট নেট পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা</strong></em>

প্রথাবিরোধী এই লেখকের ৬০টিরও বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে।

সূত্র – ডিবিসি

১৪২
মন্তব্য করতে ক্লিক করুন