ধারণাটা পাল্টে যেয়ে অভিশাপ, তুমি এখন সম্বোধন
মন চলে গেছে অপচয়ে, উন্মোচিত প্রয়োজন,
দার্শনিক বিকাশের হয়েছে মৃত্যু, দায়িত্ববোধ স্বকীয়
সময়ের ব্যবধানে পরিবর্তিত পরিচয়, বউ এখনে আত্মীয়,
রমণীর তৃষ্ণা জাগায় না শরীর, অনুভবে পুরোটাই ফাঁকা
হেই! আমাকে সরাতে হবে না, আমার পছন্দই সরে থাকা।
বিসংবাদের প্লাবনে ক্লান্তিময় পুরোটা রাত
শিথিলতায় আক্রান্ত চেতনায় সক্রিয় অজুহাত,
তুমি আমাকে ঘৃণায় করো, তাতে কি! আমি সৃষ্টির সম্পদশালী
মুক্তির হাহাকারে বেদনা কুড়ায়, ভরাবাদলের বনমালী,
তবুও পূর্বাভাসের সাথে নিয়ত কলহ, ঘুরায় ভাগ্যের চাকা
হেই! আমাকে সরাতে হবে না, আমার নিয়তিই সরে থাকা।
আত্মতৃপ্তি থাকে কি? অপচয় করিনা সময়
এক একটা দিন, এক একটা জন্ম, এক একটা ক্ষয়,
দৃষ্টির আড়ালে সূর্য-চন্দ্র, অন্ধকারে সমস্ত দাবী
উন্মাদনা আবহে থাকুক, আমার আছে নিজস্ব পৃখিবী,
এখনো স্বাগতম আগামীদিন, অতঃপর সেই একা
হেই! আমাকে সরাতে হবে না, আমার অভ্যাসই সরে থাকা।
মন্তব্য করতে ক্লিক করুন