কতটা আর্তনাদের কান্না কাঁদিলে আরোশ কাঁপে
কতজন মা অভিশাপ দিলে ধরিবে ওদের পাপে,
কত জন শিশু ইয়াতিম হইলে বলা যাবে অসহায়
কতটা রক্ত ঝরিলে তাদের মজলুম বলা যায়,
শুনিনি কখনো আকাশে এমন অনাচার হতে কভূ
ধরণীতে তবে এমন হতে দাও কেন তুমি প্রভু,
হাহাকার কত তীব্র হইলে ছুটে আসে আবাবিল
পাপাচার কত তীব্র হইলে পাঠিয়েছো জিবরীল,
কতটা বুলেট বুকে পেতে নিলে থামিবে রক্তপাত
কতজন হাত উঠালে তাকে বলা যায় মোনাজাত,
তোমারি রচনা তোমারি আইন আমরা তো নিরুপায়
কতটা জুলুম সহিলে ওদের মজলুম বলা যায়।।

পরে পড়বো
৬৮
মন্তব্য করতে ক্লিক করুন