অর্পণ
কবি - সজীম শাইন
অদৃশ্য ভাবনার মৌন চোখে অরণ্যের ছায়া,
পর্যটকের দৃষ্টিতে ভাসে জাগতিক রূপের মায়া।
প্রকৃতির শিথিল বসনে তৃষিত মাতাল মন,
ক্লান্ত শরীরে অদেখা হিমালয় দেখার পণ।
অপলক নেত্রে চেয়ে থাকে সময়ের দর্পণ,
বাতাস এখানে সুরে বাজে,সব করে অর্পণ।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন