রজনীগন্ধার আড়ালে কী যেন কাঁপে,

কী যেন কাঁপে

পাহাড়ের স্তব্ ধ গভীরতায় |

তুমি এখনো এলে না |

সন্ধ্যা নেমে এলো : পশ্চিমের করুণ আকাশ,

গন্ধে ভরা হাওয়া,

আর পাতার মর্মর-ধ্বনি |

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন