শংকর ব্রহ্ম

কবিতা - ছিন্ন-বিচ্ছিন্ন

লেখক: শংকর ব্রহ্ম

ছিন্ন-বিচ্ছিন্ন
শংকর ব্রহ্ম

১).
রাজনীতি শঠতায় দীর্ণ
আদর্শ হতাশায় পূর্ণ।
দেশটাও জাতপাতে জীর্ণ
ভবিষ্যৎ সত্যি কি শূন্য?

২).
বাংলায় আজ ফোটে না সে সব আলো
স্বতঃফূর্ত স্বাধীনতার মত ভালো।
ভারতেও আজ ফোটে না সে সব ফুল
হৃদয় যাদের নীলাকাশ বিলকুল।

৩).
তুড়ি মেরে উড়িয়ে দেবে সব সততা
এতই সহজ?
সমস্ত জ্ঞান মিথ্যে বলে প্রমানিত-
লেবেল এঁটে দিলেই হল জ্ঞানীর মাথায়?

৪).
প্রেম আজ দিশেহারা জটিল জীবন,
প্রেম খুঁজে মরি ঘুরে পাহাড় কি বন।
আসলে প্রেমের মূল্য যার কাছে তার
প্রেমের মহিমা তাই অসীম অপার।

৫).
ভালবেসে যদি মনে কভু, না পাও কষ্ট,
তবে সেটা প্রেম নয় এ’কথা জানবে স্পষ্ট।

৬).
অনন্ত রাত্রির শেষে তুমি এক মায়াবী সকাল
শান্ত মাটির উপর শিশির ভেজা ঘাস
নীল রাত্রির বুকে কান্না ভেজা গোপন সন্ত্রাস।

৭).
একটি নাম খুঁজেছিলাম প্রিয় সুরে ডাকতে
একটি স্বপ্ন চেয়েছিলাম কেবল বেঁচে থাকতে।
তুমি তো আসনি কাল তাই চাল ফোটেনি হাড়িতে,
বাড়িতে ছিলাম একা , তবু দেখা পাইনি চাঁদের,
কাঁধের উপর কোন সহৃদয় হাত এসে পড়েনি কখনও।

৮).
মন উচাটন কাজে নেই মন
কী জানি কখন ভারি হয় বুক
মনে নেই সুখ,
জানি না কারণ কাজে নেই মন,
মন উচাটন।

৯).
যে যার প্রতিভা নিয়ে চারদিকে প্রতিভাত হয়,
নারী তার সহজাত প্রতিভায়,সর্বদা উজ্জ্বল
আর দুষ্ট তার অনায়াস ক্ষমতায় হয়ে ওঠে খল।

১০).
বিত্ত থেকে চিত্ত সরাও
পৌঁছে যাবে বৈভবে,
চিত্ত থেকে বিত্ত সরাও
বলে ছিলাম সেই কবে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২৭ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন