শংকর ব্রহ্ম

কবিতা - পুরনো গল্প-গাথা

লেখক: শংকর ব্রহ্ম

পুরনো গল্প-গাথা
শংকর ব্রহ্ম

ঠাকুর্দার মুখে শুনেছি,
কলকাতায় একসময় শিয়াল ডাকত
বিশ্বাস করিনি,
ঠাকুর্দার ঘোড়ায় টানা ট্রামে চড়েছেন,
তার মুখে শুনে আশ্চর্য হতাম।

আমি অবশ্য বাবার সঙ্গে
বিদ্যুৎবাহী ট্রামে চড়ে
যাদুঘর দেখতে গেছিলাম,
সে সব এখন স্মৃতি।

আমার ছেলেও একসময়
ট্রামে চড়ে এসপ্ল্যানেড গেছে,
এখন মোট্রোরেলে যাতায়াত করে।

ট্রাম হেরিটেজের তকমা পেলে
আমার নাতি হয়তো ভবিষ্যতে
ট্রামের নাম শুনে আশ্চর্য হবে,
ভাববে এসব পুরনো গল্প-গাথা।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন