প্রভাতে যখন সূর্য ওঠে,
পাখিরা যখন গান গায়,
ভোরের বাতাস যখন দোলে,
ফুলেরা হাসে স্নিগ্ধতায়।
জীবনের পথে যখন তুমি,
ক্লান্ত হয়ে থমকে দাঁড়াও,
মনে রেখো, সূর্য ওঠে রোজ,
নতুন করে পথ দেখায়।
হারানোর ভয় করে না যারা,
লক্ষ্য যাদের স্থির,
বাঁধা তাদের কাছে তুচ্ছ,
আকাশ তাদের সীমানা হয়।
অন্ধকারে আলো জ্বেলে,
স্বপ্নকে করো সত্যি,
জীবন তোমার হাতের মুঠোয়,
তুমিই তোমার স্বপ্নের স্রষ্টা।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন