স্বপ্ন নিয়ে এসেছিলাম, বুক ভরা ওই আশা,
হঠাৎ দেখি অচিন দেশে ঘৃণ্য ভালোবাসা।
ভালোবাসা নয় তো ওটা, শাসনের এক বিষ,
বন্ধ ঘরের কোণে কাঁদে স্বপ্নেরা অহর্নিশ।
সিনিয়ার দের হুকুম আসে, কাঁপছে যেন বুক?
রঙিন রঙিন স্বপ্নগুলো হারালো আজ সুখ।
মাঝরাত্রিরে ডাক পড়ে ওই কমনরুমের কোণে,
অপমানের পাহাড় জমে শান্ত অবুঝ মনে।
শরীরটা তো সয়ে যায় রে, মনটা যে যায় ভেঙে,
মানুষ হওয়ার নেশা আমার মরছে ধুঁকে ধুঁকে।
যাদের ভাবি অগ্রজ আজ, তারাই হলো যম,
হোস্টেল মানেই ভয়ের শহর, টিকে থাকাই কম।
বাবার পাঠানো চশমাটা আজ ভেঙেছে মাঝপথে,
চোখের জলও শুকিয়ে গেছে এই নরকের রথে।
কাউকে বলার সাহস নেই যে, ভয়টা মনে বাসা,
মরে গেছে আজ পড়াশোনা, মরেছে সব আশা।
র্যাগিং মুক্ত ক্যাম্পাস চাই, আলোয় ভরা ভোর,
ভেঙে ফেলো আজ অন্যায়ের ওই অন্ধকারের দোর।
শিক্ষা মানেই মুক্তি পাওয়া, শিক্ষাই আনে আলো,
মানুষ হয়ে মানুষকে আজ একটু বাসো ভালো।
১৮

মন্তব্য করতে ক্লিক করুন