এ সমাজ—
থেঁতলে যাওয়া মুখের মতন
যেখানে হাসি রক্তে মাখা,
স্বপ্ন ছিন্নবস্ত্র,
আলোর উপর ছায়ার দখল।
ন্যায়—
পদদলিত কঙ্কাল,
অর্থের হিমগর্ভে ঠাণ্ডা মৃতদেহ,
শব্দগুলো বেইমান হয়ে যায়
শোষকের মুখপাত্র।
মানুষ—
মাছি বসা ক্ষত,
মৃত হৃদয়ে পুঁজ জমা ভাবনা
যেখানে বিবেক বিকলাঙ্গ।
শাসন—
লোহার মুষ্ঠি,
যা বুকে পিষে দেয় প্রশ্ন
চোখে ঢেলে দেয় ভয়।
আমরা—
নীরবতার মিছিল
পায়ের নিচে চাপা স্বপ্নের আর্তনাদ,
আমাদের কান বধির, চোখ অন্ধ,
কন্ঠে শিকল।
কিন্তু—
অন্তরে জমে থাকা ক্ষোভ
আগুন হয়ে উঠুক,
চাই শিকল-ভাঙা শব্দ
যা জ্বালিয়ে দেবে এই থেঁতলে দেওয়া সমাজ।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন