মায়ের কাছে শেখা ভাষা —
আমাদের এই বাংলা ভাষা।
ভোর না হতেই পাখ-পাখালি
ভাষার তরে গায় গীতালি,
বাংলা ভাষায় কেমন যাদু —
গান গেয়ে মৌ তোলে মধু।
ফেব্রুয়ারির রঙে ভাসা,
মুক্ত-স্বাধীন বাংলা ভাষা;
লক্ষ-কোটি প্রাণের ভাষা,
হাজার কবির ভালোবাসা —
বাংলা ভাষা।
নানান রঙের বর্ণগুলি
ছড়িয়ে আছে নীলাম্বরি,
ছুটছে সেথায় আপন ভুলি,
সাদা সাদা বকের সারি।
পশুপাখি, কীটপতঙ্গ —
সবাই মায়ের ভাষার পাগল,
ভাষার সাথে অন্তরঙ্গ
মায়ের গায়ের ছেড়া আঁচল।
গুণী, জ্ঞানী সবার আশা,
পরিপূর্ণ মাতৃভাষা —
বাংলা ভাষা,
আমাদের এই বাংলা ভাষা।

মন্তব্য করতে ক্লিক করুন