ঢাকার গোপন অন্ধকার কোণে,
একটি ঘর ছিল, নাম ছিল আয়নাঘর।
আয়না নয়, ছিল বর্বরতার প্রতিবিম্ব,
দূরবিচ্ছিন্ন এক স্থান, যেখানে মানবতা মরে।
দেয়ালগুলো কাঁপত চিৎকারে,
শুধু নিঃশব্দ সুর ছিল গভীরে।
বন্দীর বুক দধকত অশ্রুতে,
স্বাধীনতার স্বপ্ন হতো বিষাদে মুছে।
তালাবের আড়ালে লুকানো ছিল নির্যাতন,
গুমের ছায়ায় চাপা পড়েছিল জীবনের গান।
কেউ শোনেনি, কেউ দেখেনি,
একটা ঘর যে ছিল জনতার জন্য কারাগার।
আয়নাঘরের অন্ধকারে ছিল আশা নির্বীজন,
শুধু ছিল নিপীড়নের ইতিহাস বেঁচে থাকা।
তবু বন্দির হৃদয়ে জেগেছিল এক দীপ,
অবশেষে আসবে মুক্তির দিন,
সেই দিনের আলোয় মুছে যাবে ঘোর অন্ধকার।
আয়নাঘর ছিল অতীতের কষ্টের গল্প,
আমাদের ভুলের স্মারক, আমাদের প্রার্থনার মঞ্চ।
নির্যাতন আর অবিচারের বিরুদ্ধে দাঁড়াতে হবে,
মানবতার পথে চলতে হবে—
আয়নাঘরের অন্ধকার কখনো যেন ফিরতে না পারে।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন