ভানুসিংহ ঠাকুর
– শাহ্ আলম আল মুজাহিদ

হে বসন্তকবি,
তুমি বিরাজ করো সবার হৃদয়পুরে।
তুমি ছিলে অমলিন, আজও আছ অমলিন,
থাকবে তেমনি—জানি নিশ্চিত।
তোমার কবিতা আমি চিনি,
কিরণঢালা সূর্যের মতোই উদার।
তুমি ভানু—নামে কিংবা কবিতায়,
তুমি সিংহ—আকৃতিতে, প্রতিযোগিতায়।
তুমি বনের রাজা—
লিখেছ সহস্র অরণ্যের কবিতা।
তুমি কবির রাজা—
সুখ্যাতি তোমার বিশ্ব-আঁচলে পাতা।
আজ তোমার আলোয় অরণ্য সবুজ,
উজ্জ্বল ভোর—হে ভানুসিংহ ঠাকুর।

পরে পড়বো
১৪
মন্তব্য করতে ক্লিক করুন