লাল, নীল, সবুজ, হলুদ — কত দীপাবলি!
কত না সুখে ও দুঃখে ছড়িয়েছে আলো।
এখানে পাবে তুমি আত্মার আনন্দ,
মধুর রসে ভরা স্বপ্ন।
রঙিন ভবিষ্যৎ গড়া রহস্যের জগতে পারি জমাতে —
নিঃসন্দেহে এরা সঠিক পথ চিনিয়ে নিয়ে যেতে পারে।
এরা মহামনস্বীদের আশীর্বাদে পুষ্ট।
কত ভাষ্যকারিগর করে গেছে সৃষ্টির কাজ,
তাঁদের রক্তের খরতাপে এরা আলো জ্বালে — নীল, সাদা আর লালে।
কীর্তির মহাবার্তায় ধরিত্রী মাতায় কলরবে।
এদের অগ্নিস্নানে
কত লৌহদ্রব্য হয়েছে খাঁটি সোনা;
বন্দি পাখি সোনা ভাঙে পিঞ্জর!
এরা অনেক দিনের, বহু পুরোনো —
সহস্র বছরের স্মৃতি গেঁথে রাখে।
কত মহামানব দিয়ে গেছে আদর্শের ছোঁয়া।
আঁধার জীবনের কালো ঘুচাতে…
জ্বালাও প্রত্যেকের ঘরে ঘরে —
এই দীপাবলি।

মন্তব্য করতে ক্লিক করুন