শাহ্ আলম আল মুজাহিদ

কবিতা - চেতনার একাত্তর— শাহ্ আলম আল মুজাহিদ

শাহ্ আলম আল মুজাহিদ

মোদের গর্ব, মোদের বল,
একাত্তরের সৈন্যদল।
কামার, কোমোর, জেলে ও চাষা,
সবারই প্রাণে একি পিপাসা—
রক্ত দিয়ে আনবে বিজয়,
জীবন দানে নেইকো ভয়।

রাজপথে তাই ছাত্ররা
রাত জেগে দেয় পাহারা।
রমণীরাও পর্দা ঠেলে
মৃত্যু–সুখের আগুন জ্বালে।
দস্যু–ডাকাত আঘাত হানে,
নগর–শহর থমকে উঠে,
তাজা প্রাণের রক্তঘ্রাণে
শত শত খই ফোটে।

সুদূর গাঁয়ের শান্ত নীড়ে
পেট্রোল ঢালা আগুন জ্বালে,
নদীগুলিও হাজার লাশের
গন্ধে ভরা ঢেউ তোলে।

২৫শে মার্চের সেই কালরাত—
মনে কি পড়ে?
নৃশংস বর্বরতায় খুন করা হয়েছে
সোনার সন্তানেরে।

নীলকমলেরা পতাকা তোলে
রক্তে সিক্ত সবুজ ঘাসের প্রতীকে।
অসহায় দিনগুলি দুর্যোগে কাটে,
সন্ত্রাস আসে জনমানবের বুকে।

একাত্তরের করুণ স্মৃতি—
মনে কি পড়ে?
রক্ত ঝরে।

যুবক ফাটে উত্তেজনার ক্রোধে,
চিনিয়ে আনতে বিজয়, আসলে সুদে।
রণাঙ্গনে বীর ছুটে,
দুঃসাহস চমকায় বরাভয়—
হিল্লোলিত রক্তের খরস্রোতে।

বাঙালির আসন্ন বিজয় জেনে
লোটে কাপুরুষ আত্মসমর্পণে।
১৬ই ডিসেম্বরের সেই একদিন—
মনে কি পড়ে?
বিজয় সূর্য উদিত হয় বাংলার ঘরে ঘরে।

অভাগীর মুখে আবার হাসি ফুটে,
পথে–প্রান্তরে রক্তিম ফুল ফোটে।
মনে হয়—ইহা শহীদদেরই চেতনার রঙ।

এই চেতনার মূর্ত প্রতীকে
বাঙালি চিনুক আপন সত্তাকে।

পরে পড়বো
৫৭৮
মন্তব্য করতে ক্লিক করুন