মায়া ও মুগ্ধতার পথচলা
– শাহ্ আলম আল মুজাহিদ
আমি ভালোবাসি আমার গায়ের নিরব পরিবেশ,
যেখানে আছে বৃক্ষের কচি কচি পাতা
আর পুষ্পে ভরা দেহের অভরণ।
ভালোবাসি স্নেহ-মাতার নিরব রূপকথা ও নির্দেশ,
যাতে স্বর্গ সুখের জোয়ার ওঠে প্রাণে,
কল্পনাতে হারিয়ে যায় আকাশে, বাতাসে, মেঘে।
আমি ভালোবাসি মোনাজাতে ফরিয়াদে থামানো ঘূর্ণিপাক,
চাই অত্যাচারীকে আঘাত হানতে,
অসহায়দের চির সঙ্গী হতে।
ভালোবাসি মিটেমিটি তারায় হাসিমাখা আকাশ,
সন্ধ্যাবেলায় ঝিঁঝির ঢাক, জোনাকির থুকি-থুকি আলো।
আমি ভালোবাসি বাংলার মাট-ঘাট, শস্যক্ষেত,
ভালোবাসি নদীর কলকল ধ্বনি,
চিরচেনা এ মুগ্ধ পরিবেশ।
ভালোবাসি বিধাতার ইবাদাতে কাটাতে দিনরাত,
পরস্পরে ভুলে যাওয়া হিংসা-বিদ্বেষ,
গাহিতে সাম্যের গান।
আমি ভালোবাসি আগে বাগে ছুটে যাওয়া, জ্ঞানের তৃষ্ণা মিটানো,
বিশ্বে আলো ছড়াতে কুড়িয়ে আনা জয়ধ্বনি।
আমি স্বর্গের রাজা,
আমার মত সুখি নেই কেউ।
আমি চিরকাল বাঁচতে চাই,
আমি চিরকাল হাসতে চাই
সংসারের কোলাহলে।

মন্তব্য করতে ক্লিক করুন