তরল শ্লোকে গাঁথা মালা,
মোদের ভাষায় পরিপাটি।
দিনমান ক্ষণ সবুর হয়ে,
করছি বোসের ঘাঁটাঘাঁটি—
মোদের ভাষা সংস্কৃতি।
হানাদারের থাবার মুখে
লড়েছিল বীর শহীদ-গাজী।
স্মৃতির মিনার গড়ার শোকে
ধরেছিল জীবন বাজি।
তাদের তরে রচা গীতি—
মোদের ভাষা সংস্কৃতি।
অযুত কবি করুন মায়ের
মলিন মুখটি দেয় ভরিয়ে।
পাখির ডানায় ছদ্ম বেঁধে,
আপন হাতে দেয় ছড়িয়ে।
জারি, সারি, বাউলা গানের
গীতি, রীতি, নীতি—
মোদের ভাষা সংস্কৃতি।
খোকার সাথে চুপি চুপি
রূপিনী মায়ের গল্প বলা।
সহস্র বছরের ইতিহাসের
রক্ত–সুখের চারুকলা।
মুক্ত অক্ষরের দীপাবলি
আঁকড়ে ধরে স্মৃতি—
মোদের ভাষা সংস্কৃতি।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন