শাহ্ আলম আল মুজাহিদ

কবিতা - স্বদেশপ্রেম – শাহ্ আলম আল মুজাহিদ

শাহ্ আলম আল মুজাহিদ

বুকের ভিতর হাতুড়ির আঘাত করল কে?
স্বজন–ফুলের কাটার দাগে রক্ত কালা।
তাদের জন্য রেখেছে মা লক্ষ প্রাণের ঘৃণার ডালা।
কৃতঘ্নতায় কলঙ্কের দাগ রাঙাল কে?

পরহস্তে রুক্ষ আঘাত ব্যথার সমান,
আপনজনের কথার জ্বালা যায় না সহা।
তাই বলি, দাও শাস্তি দেশদ্রোহীরে;
ভূধরসম অগ্নিজ্বালে দূর করে দাও কালো ধোঁয়া।

হাড়গুলি তার জোড়া দিয়ে তৈরি কর অমোঘ অস্ত্র।
স্বদেশ লাগি যুদ্ধ কর—
ভয় করোনা ভিনদেশিরে।

পাখির মতো গান করে যাও ভালোবাসার বন–বাদাড়ে;
স্বদেশপ্রেমে জনম তোমার ধন্য হবে চিরতরে।

পরে পড়বো
১২
মন্তব্য করতে ক্লিক করুন