সংসার মাঝারে শুধু শুনি হাহাকার,
রুনাজারি সর্বত্র—লালসার কারবার।
বিদ্বেষের আগুনে পুড়ে ছাই সারাদেশ,
কোথাও সুখ নেই আজ, মানুষেতে শুধু রেষ।
ঘন ঘন দৈবপাকে জনপ্রাণে ত্রাস লাগে,
ধ্বংসের খরতানে তবু সাড়া নাহি জাগে।
প্রীতির বসতভূমে সুখপাখি করে বাস,
ধনসঞ্চয়ে সকলে করে তার আশ।
সোনার পিঞ্জরে তাকে পোষিতে চায় লোকে,
স্বার্থের কুটিরে সুখপাখি থাকে না সুখে।
নিজ স্বার্থ বলি দিয়ে যদি হই আত্মসংযমী,
সুখ আসিবে অতি সত্বর—হইবে সফলগামী।

পরে পড়বো
১৫
মন্তব্য করতে ক্লিক করুন