শাহ্ আলম আল মুজাহিদ

কবিতা - সুদিনের প্রতীক্ষায় — শাহ্ আলম আল মুজাহিদ

শাহ্ আলম আল মুজাহিদ

🌤️ সুদিনের প্রতীক্ষায়

— শাহ্ আলম আল মুজাহিদ

সিতারা, হেলাল হেসেছে কি?
চন্দ্রিমা পড়ছে ছুঁয়ে ছুঁয়ে?
বসেছে কি লক্ষ বাগের মেলা—
যেথায় উল্কা আর ধূমকেতুর খেলা?

এসেছে কি বসন্ত, শৈত্যবুড়োর আগে?
জেগেছে সূর্য, কুহেলীর উত্তরী ঠেলে?
মেতেছে কি বৃক্ষ অকাল মেঘের গরজে—
মরুর কিনারে বন্যা কি আসে অত সহজে?

হয়তো সোনাব্যাঙ ডাকবে আজীবন হাকডাক ছেড়ে,
ঝিঁঝিও সে ঝিরি-ঝিরি ধারায়;
হয়তো পাখিরা চেঁচামেচি শুরু করবে,
লক্ষ্মীপ্যাঁচা অলক্ষ্য চোখে গাইবে রঙধনু আঁয়।

হয়তোবা সরোবরে পদ্ম ফুটে থাকবে
তারই প্রতীক্ষায়।
তবুও আসবে না, জানি, রঞ্জিত সে শুভদিন—
হাসি আর উল্লাসের তরে…
আসবে সে আরক্তিম ধ্বজা ধরে।

পরে পড়বো
১৩৩
মন্তব্য করতে ক্লিক করুন