শক্তি চট্টোপাধ্যায়

কবিতা - চেনা পাথরের জন্যে

লেখক: শক্তি চট্টোপাধ্যায়

একটি চেনা পাথর পড়ে আছে
পরনে তার অসংখ্য মৌমাছি
ভিতরে মৌ–কী জানি কার কাছে
ভালোবাসার অমল মালাগাছি?

একটি চেনা পাথর পড়ে আছে
পাথর, ওকে নাম দিয়েছি ওরা
ভয় ক’রে তার শক্তি আগাগোড়াই
ঝর্না বলে ডাক দিলে প্রাণ বাঁচে।।

১৬৫
মন্তব্য করতে ক্লিক করুন