দায়
শক্তি চট্টোপাধ্যায়
মানুষের বৃদ্ধি তাকে বৃদ্ধ করে রাখে |
ও সময় অলস সময়---
বাগানে বসেই বয়ে যায় |
তৎপরতা কিছুতে জাগে না,
শুধু যদি ঘুম হত,
হিমঘুম একদিন হবেই |
এখন তা আসতে বাকি,
ধ্বনি থেকে প্রতিধ্বনি হয়,
একদিন হবে না |
একদিন একা ধ্বনি ফিরে আসবে হরিধ্বনি হয়ে—
তোমার শোনার দায় নেই !
ও সময় অলস সময়---
বাগানে বসেই বয়ে যায় |
তৎপরতা কিছুতে জাগে না,
শুধু যদি ঘুম হত,
হিমঘুম একদিন হবেই |
এখন তা আসতে বাকি,
ধ্বনি থেকে প্রতিধ্বনি হয়,
একদিন হবে না |
একদিন একা ধ্বনি ফিরে আসবে হরিধ্বনি হয়ে—
তোমার শোনার দায় নেই !
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৭১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন