এখানে জন্মের

শক্তি চট্টোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায়

এখানে জন্মের কিছু দাগ রয়ে গেছে
অত্যন্ত সহজে জলে, রেললাইনে আর
পেয়ারাবনের ফাঁকে, সবেদার গাছে
এখানে জন্মের কিছু দাগ রয়ে গেছে |
কীভাবে উঠেছে সিঁড়ি ? এপাশে আঁতুড়
অন্যদিকে সিঁড়িঘর সটান উঠেছে
তন্নিষ্ঠ ছাদের গায়ে নতুন আলিশ
যে গ্যাছে সে কিছুই দ্যাখেনি
দ্যাখেনি বলেই গ্যাছে, গ্যাছে বলে সুসন্তান সব
একযোগে বাড়িঘর ধুয়ে-মুছে, সাফ করে রেখেছে
সে এমন ছিল, সে তো নগদে বিক্রয় করত ঢিল---
গ্যাছে বলে বাঁচা গেছে, এ-প্রজন্ম ক্ষমা ভিক্ষা করে |
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৩১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন