প্রেম দিতে থাকো

শক্তি চট্টোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায়

মালবিকা স্তন দাও, দুই স্তনে মাখামাখি করি,
যেভাবে পর্বতশীর্ষ টেনে আনি বুকের পাঁজরে,
সেইভাবে নদী আনি গহ্বরে বুকের,
মালবিকা দেহ দাও আলিঙ্গন করি,
যেভাবে পর্বত-নদী করি আলিঙ্গন,
সেইভাবে, মালবিকা বৃদ্ধে সুখ দাও—
অজপা রেখো না তাকে, প্রেম দিতে থাকো |
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৩৯৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন