তোমার কি কখনো ইচ্ছে করে?
সেই একজন কোন এক মাঝরাতে গভীর ঘুম ভাঙ্গিয়ে জাগিয়ে তুলুক তোমাকে,
টিপে দিক তোমার গাল,
দুই আঙ্গুলে চেপে ধরুক তোমার ঠোঁট।
চিমটি কাটুক তোমার শরীরে,
চুমু খাক কানের নিচ গলায়, ঠিক যেখানটায় একটা ছোট্ট তিল আছে।
বিরক্ত করুক তোমার ঘুমের আকুলতকে,
ভালোবাসুক তোমাকে নিঝুম বৃষ্টি এবং বসন্তের পাগল করা হাওয়ার মিশ্রণে।
তোমার কি ইচ্ছে করে সেই মানুষটিকে শক্ত করে জড়িয়ে ধরে মধুর প্রতিশোধ নিতে,
তাঁর চোখে তাকিয়ে থেকে এমন অপেক্ষার কথা জানাতে;
বুকে কাঁপন ধরা দৃষ্টিতে।
তোমার কি ভালো লাগবে শুনতে সকালে বড় ভাবি তোমাকে দেখে বলুক;
-কিরে সারারাত কি জল শকটের মাছ ধরেছিস?
আমার ভীষণ ইচ্ছে করে তোমার সে’ই একজন হতে!
হোক তা গ্রীস্মের বিদ্যুৎহীন কোন রাত,
কিংবা কনকনে শীতের চূড়ান্ত অলসতার।
একাকী নিস্তেজ নিথর দেহ থেকে হয়ে উঠো কাঙ্ক্ষিত নারী,
জাগিয়ে তোল প্রেমের শিরা-উপশিরা।
ভালোবাসার আগুনত্বক করে নাও একান্ত তোমার আমার রাত্রিবেলা,
মুক্ত করে দাও চাহিদার উত্তাপ তৃপ্তি।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন