সামস রবি

কবিতা - বোধহীন

লেখক: সামস রবি

এই যে মানুষ মরছে, জ্বলছে মানুষ
কারো কাছে আন্দোলন সফল,
আবার কারো কাছে, প্রবল প্রমাণ অন্যকে দোষী বানাবার।
খুশি তো তারা দুই পক্ষ, ক্ষামতায় যাওয়াই যে আসল চাওয়া।

এই যে আমার আর অন্য মানুষের বুকফাঁটা আর্তনাদ, কান্না
ক্ষমতার লালস্যতার কাছে তা কি বা যায় আসে।
চোখের সামনে স্ত্রী – সন্তান, ভাই – স্বজন মারা যাচ্ছে,
কিছুই করার নেই একমাত্র কান্না আর আকাশের কাছে বিচার দেওয়া ছাড়া।

এমন বীভৎসতা পাক হানাদারাও করেছিল,
তবে এখন যারা করছে তারা কারা?
তারা কি সরকারি, নাকি বিরোধী দল?
স্বাধীনতার এতো যুগ পর যদি এই প্রশ্ন তুলতে হয় কারো!
তবে রাষ্ট্র কি সফল? দায় কার?
বিবেক কি মরে গেছে তাদের যারা মসনদের লোভে আছে?

আমি কে, কেন এখানে ?
আমার ভুলটা কোথায় ?
শুধু চেয়ে থাকা আর মগজ ভর্তি হাহাকার ছাড়া আমার কি করার আছে?
আমি কি এভাবে পোষ্য, ক্ষুধার্থ হয়েই বেঁচে থাকবো?
শুধুই কি বেঁচে থাকার জন্যই আমার জন্ম হয়েছে?
যে সমাজ, সভ্যতা আমাকে মানুষ হিসেবে স্বীকৃতি দিতে ব্যর্থ,
যে সরকার আমাকে নিরাপত্তা দিতে ব্যর্থ,
যে রাষ্ট্র আমার নুন্যতম মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ,
যে সুশীল বুদ্ধিজীবীরা আমাকে বোকা বানানোর, চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত।

সে সমাজ – সভ্যতা, সরকার, রাষ্ট্র, এবং সুশীলদের কাছে কি আমার কোন জিজ্ঞসা নেই ?
প্রতিবাদ নেই, বুকে সাহস নিয়ে সামনে দাঁড়িয়ে আমার অধিকার নিয়ে প্রশ্ন তোলার বোধ নেই ?

এই বোধহীন জাতি কি তিতুমিরের?
এই বোধহীন জাতি কি শেরে বাংলার?
এই বোধহীন জাতি কি বঙ্গবন্ধুর ?
এই বোধহীন জাতি কি ৫২ এর শহীদের উত্তরস্বরী?
এই বোধহীন জাতি কি ৭১ এর মুক্তিযোদ্ধার উত্তরস্বরী?
এই বোধহীন জাতি কি নজরুলের?
এই বোধহীন জাতি কি বাংলার?

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১২৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন