মৃদু বাতাসটা কিছু দিন ধরেই জানান দিচ্ছে
বসন্ত আসছে,
আমের বাগানের প্রাণ জুড়ানো ঘ্রাণে বলছে
বসন্ত আসছে,
কুকিল’রা ব্যস্ত হয়ে গেল তাদের সুর বাঁধতে
পৃথিবী সাজ’ছে নতুন করে।
ফুল ফুটছে রক্তকাঞ্চন থেকে নাগেশ্বর
বৃক্ষে আসছে নতুন কলির সমাহার।
এ যেন প্রকৃতির মিলন মেলা
তাঁরা শুনবেনা আজ কারো কথা।
শত কষ্টের মাঝেও প্রেম জেগে উঠে,
পাতা ঝরা বৃক্ষে যেমন আবার পাতা আসে।
করবে তাঁরা সারা বছরের গ্লানির অবসান
মনের প্রশান্তির মিটাবে সকল আবদার।
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৩৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন