জানি তুমি ভালোবাসোনি
সামস রবি
চোখ ফিরিয়ে কত তুমি চলে গেলে,
দাঁড়ীয়ে থাকা এই আমার ছায়া মুড়িয়ে।
জানি তুমি ভালোবাসোনি,
কখনো ঠোঁটের কোণে হাসোনি।
আমি কত সকাল নিয়ে বিকেলের রোদ্দুরে,
গোধুলীর কাছে ক্ষমা চেয়েছি,
বিষাক্ত তোমার অবহেলায়; চোখের অদূ'রে,
আকাশের সাথে কত কেঁদেছি।
জানি তুমি ভালোবাসোনি..
কখনো ঠোঁটের কোণে হাসোনি...
সেই বিকেলে ডেকে তুমি বলেছিলে
দাঁড়ীয়ে থেকোনা কখনো আর এখানে
তব কেন অবেলায় খুঁজেছিলে এই আমাকে
কেন সেদিন..!
তোমার দৃষ্টি ছিল অমন প্রেমের দহনে
জানি তুমি ভালোবাসোনি..
কখনো ঠোঁটের কোণে হাসোনি...
দাঁড়ীয়ে থাকা এই আমার ছায়া মুড়িয়ে।
জানি তুমি ভালোবাসোনি,
কখনো ঠোঁটের কোণে হাসোনি।
আমি কত সকাল নিয়ে বিকেলের রোদ্দুরে,
গোধুলীর কাছে ক্ষমা চেয়েছি,
বিষাক্ত তোমার অবহেলায়; চোখের অদূ'রে,
আকাশের সাথে কত কেঁদেছি।
জানি তুমি ভালোবাসোনি..
কখনো ঠোঁটের কোণে হাসোনি...
সেই বিকেলে ডেকে তুমি বলেছিলে
দাঁড়ীয়ে থেকোনা কখনো আর এখানে
তব কেন অবেলায় খুঁজেছিলে এই আমাকে
কেন সেদিন..!
তোমার দৃষ্টি ছিল অমন প্রেমের দহনে
জানি তুমি ভালোবাসোনি..
কখনো ঠোঁটের কোণে হাসোনি...
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৭৮ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন