যদি কখনো ভুল করেও আসিস সেই পথে
তোর সু-নয়ন দৃষ্টি কোণে দেখিস তুচ্ছ করে
আমি অপেক্ষায় দাঁড়িয়ে কোন মিথ্যের আশায়।
ময়লার স্তুপে ফেলে দেওয়া, তোর অবশিষ্ট সময় থেকে-
কিছুটা সময় দিস, আমি যতন করে রাখবো।
দূরত্ব রেখে না হয় পাশে বসিস ওই কোণে
কোন অনুভূতি ছাড়াই তাকা’স আমার দিকে
যেমনটি তাকিয়ে রয় সব, ফেরিওয়ালার দিকে।
না হয় আমার চোখে চোখ রেখে মিথ্যে করেই ভালোবাসিস
ছলনার তরে বাহানা সাজিয়ে রাখিস তোর আশে পাশে।
মাঝে মাঝে তোর একাকিত্ব মন খারাপের দিনে,
যখন চেনা মুখ গুলো ব্যস্ততায় বদ্ধ থাকবে
তখন সান্ত্বনা খুঁজতে,
আমার ভালোবাসার বেহুলা নিয়ে যাস মিথ্যে করে ;- যা সত্য।
যখন তোর থেকে হারিয়ে যাবে সব
যখন নেশার ঘোর কেটে, চোখ মেলে দেখবি বাস্তবতা,
যখন সত্যি সত্যি একাকিত্বে ডুবে যাবি
তখন যেন হারিয়ে না যাস নিরব শুন্য গহ্বরে ।
তখন তোর সেই দৃষ্টি কোণ দিয়ে দেখিস আবার তুচ্ছ করে
ময়লার স্তুপ থেকে কুড়িয়ে পাওয়া ভালোবাসা দিয়ে
কেমন প্রেমের হিমালয় সাজিয়েছি।
তাই আজও, শুধু তোর জন্য দাঁড়িয়ে আছি কোন এক ভুল পথে।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন